কিরগিজস্তান কাজের ভিসা ২০২৪

বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য কিরগিজস্তান অন্যতম একটি দেশ। এই দেশটিতে নানা ধরনের কাজ রয়েছে। প্রতি বছর কিরগিজস্তানের সরকার কাজের জন্য বিভিন্ন দেশের শ্রমিকদের নিয়োগ দিচ্ছে। এই সকল নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাজের দক্ষতা, যোগ্যতা ও সকল প্রযোজ্য ডকুমেন্ট সহ ভিসার জন্য আবেদন করতে হবে। কাজের ধরন অনুযায়ী কিরগিজস্তানে অনেক ক্যাটাগরির ভিসা আছে। প্রতি ভিসার মূল্য ৫ থেকে ৭ লক্ষ টাকা। সঠিক ভাবে ভিসা আবেদনের মাধ্যমে এই দেশে কাজের সুযোগ পাওয়া যাবে।

কিরগিজস্তান কাজের ভিসা

উচ্চ বেতনের উদ্দেশ্য কাজের জন্য কিরগিজস্তানে আসার জন্য প্রথমে একটি কাজে অভিজ্ঞ থাকতে হবে। কেননা বিনা অভিজ্ঞতায় এই দেশে কোনো কাজ পাওয়া যাবে না। কিরগিজস্তানে সকল অফিস, কোম্পানি বা কর্মস্থলে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের নিয়োগ প্রদান করে। তাই কাজের ভিসা পেতে আপনার কাজের দক্ষতার ডকুমেন্ট প্রয়োজন হবে। বর্তমানে কিরগিজস্তানে প্রায় ৩ ক্যাটাগরির কাজ চালু আছে। যেমন সাধারণ কাজ, বিশেষজ্ঞ কাজে ও প্রকল্প-ভিত্তিক বা সিজনাল কাজ।

এই ভিসা গুলো পেতে বাংলাদেশি ভিসা এজেন্সিদের মাধ্যমে বা তাদের দেশের দ্রুতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। ভিসা আবেদন করতে প্রায় ১ লাখের উপরে টাকা লাগবে। কাজের ধরন অনুযায়ী ভিসা বানাতে হবে। এখানে কোম্পানির চাকরি সহ অন্যান্য চাকরির ভিসাও পয়া যায়। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে কিরগিজস্তানের ভিসার জন্য আবেদন করার সুযোগ আছে।

কিরগিজস্তান কি কি কাজের ভিসা পাওয়া যাবে

কিরগিজস্তানে বেশ কয়েক ধরনের ভিসা আছে। কিছু ভিসা পেতে উচ্চ দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা লাগবে। আবার এমন কিছু ভিসা আছে, যার জন্য শুধু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিরগিজস্তানে একটি ভাল কাজ পেতে উচ্চমানের ভিসা বানাতে হবে। যার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও এই দেশের ভাষা জানা থাকতে হবে। করোনাকালিন সময়ে কিরগিজস্তানের কাজের ভিসা গুলো বন্ধ করে দেওয়া হলেও, এখন সকল ভিসা চালু করেছে। কিরগিজস্তানে কাজের জন্য নিচের এই ভিসা গুলো পাওয়া যাবে।

  • কোম্পানি ভিসা।
  • ড্রাইভিং ভিসা।
  • ক্লিনার ভিসা।
  • হোটেল ও রেস্টুরেন্ট ভিসা।
  • কৃষি ভিসা।
  • ওয়ার্ক পারমিট ভিসা।
  • ফ্যাক্টরি ভিসা।
  • শ্রমিক ও লেভার ভিসা।

এছাড়া আরও কিছু ভিসা আছে যার জন্য উচ্চ শিক্ষা ও শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে। বিভন্ন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল কাজ ও হাসপাতালের কাজ ইত্যাদি। কিরগিজস্তানের উচ্চমানের কোম্পানিতে কাজ পেতেও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে।

কিরগিজস্তান কাজের ভিসার যোগ্যতা

এই দেশের সরকার সঠিক ও দক্ষ কর্মিদের কাজের জন্য ভিসা প্রদান করে। আপনার সকল ডকুমেন্ট সঠিক হলে ও কাজের জন্য উপযুক্ত থাকলে তারা ওয়ার্ক পারমিট এর পারমিশন দিবে। কিরগিজস্তান কাজের ভিসা পেতে কাজের যুগটা থাকতে হবে। কাজের জন্য নুন্যতম বয়স হতে হবে। সাথে শিক্ষামূলক ডকুমেন্ট লাগবে।

  • সর্বনিম্ন ৬ মাস মেয়াদী পাসপোর্ট।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • এনআইডি বা জন্মসনদের ফটো কপি।
  • কাজের অভিজ্ঞতার ডকুমেন্ট।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • ভ্রমণ বিমার ডকুমেন্ট।
  • ভিসার আবেদন পত্র।
  • পুলিশ ক্লিয়ারনেস। কাজের জন্য নুন্যতম বয়স (যদি উল্লখ থাকে)
  • মেডিকেল সার্টিফিকেট।

এই সকল ভিসায় আবেদন করার পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম খরচে ভিসার জন্য সরকারি ভাবে আবেদন করতে হবে। বাংলাদেশে বেসরকারি ভিসা এজেন্সিদের মাধ্যমেও কিরগিজস্তানের কাজ এর জন্য ভিসা পাওয়া যাবে। এখানে উল্লেখিত যোগ্যতা গুলো থাকলে যেকোনো একটি ভিসায় আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

কিরগিজস্তান টাকার মান কত ২০২৪

Leave a Comment

Share via
Copy link