এশিয়া মহাদেশের দেশ গুলোতে যেতে কম টাকা লাগে। যার কারণে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ প্রবাসী কাতারে যেতে চায়। বর্তমানে কাতার যাওয়ার খরচ বেড়েছে। ৫ থেকে ৭ লাখ টাকা খরচের মাধ্যমে কাতারে যেতে পারবেন। ডলারের রেট বেড়ে যাওয়ায় ভিসার দাম ও যাতায়াত খরচ বেড়েছে। চাকরি, ভ্রমণ, চিকিৎসা ও বিজনেস ও আরও বেশ কয়েকটি ভিসায় কাতার যেতে পারবেন। কি কাজে কাতার যাবেন তার উপর নির্ভর করে ভিসা আবেদন করতে হবে। কাতারে যেতে কত টাকা লাগে, কেমন খরচ হবে এগুলো জেনে ভিসা আবেদন করবেন।
কাতারে যেতে কত টাকা লাগে
কাতারে বাংলাদেশিদের জন্য একাধিক ভিসা আছে। এর মধ্যে অন্যতম একটি কাতার কাজের বা কোম্পানি ভিসা। ওয়ার্ক পারমিট ভিসায়ও অনেক বাংলাদেশি কাতারে যায়। কাতারের কাজের ভিসা পেতে নুন্যতম ৬ লাখ টাকা লাগবে। আর সকল খরচ সহ কাতারে যেতে প্রায় ৮ লাখ টাকা লাগে। সরকারি ভাবে কাতারে আসতে মাত্র ৪ লাখ টাকা খরচ হবে। তবে সরকারি ভিসার নিয়োগ সব সময় থাকে না। এজন্য কাতার আসতে চাইলে বেসরকারি ভাবে ভিসা আবেদন করা লাগে।
কাতারে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়। এটিও এক ধরনের কাজের ভিসা। এছাড়া কোম্পানি ভিসা, ক্লিনার ভিসা, ফার্ম ভিসা, হোটেল ও ড্রাইভিং ভিসা রয়েছে। এই ধরনের ভিসা পেতে ৬ লাখ টাকা লাগবে। ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে কাতারের সিজনাল ভিসা পাওয়া যাবে। বর্তমানে ডলারের রেট অনেক বেশি হওয়ায় কাতার থেকে সর্বনিম্ন ৭ লাখ টাকা লাগে।
ভ্রমণের জন্য কাতার যেতে কত টাকা লাগে
প্রতি দেশে ভ্রমণের জন্য বিদেশি নাগরিকদের কে টুরিস্ট ভিসায় আবেদন করতে হয়। পর্যটকদের জন্য আলাদা এই ভিসা রয়েছে। যার মাধ্যমে একজন বিদেশি নাগরিক ঐ দেশে শুধু ভ্রমণের জন্য আসতে পারবে। কাতারে ভ্রমণের জন্য অনেক স্থান আছে। এই দেশ টি টুরিস্টদের মাধ্যমেও অর্থনৈতিক ভাবে এগিয়ে আছে। কাতের ভিজিট ভিসার খরচ অনেক কম। যার কারণে ভ্রমণের জন্য কাতার যেতে মাত্র ৩ লাখ টাকা লাগে। ভিসার মেয়াদ কত দিন থাকবে, কাতারে কত দিন ভ্রমণ করবেন এর উপর ভিত্তি করে ভিসার দাম কম বেশি হবে। পরিবার সহ ভ্রমণে গেলে সবার জন্যই ভিসা বানাতে হবে।
কাজের জন্য কাতারে যেতে কত টাকা লাগে
কাতার যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো মানের কাজ পাওয়া। বাংলাদেশি যে সকল কাতারে যায়, তাদের ৯০ শতাংশই চাকরি বা কাজ করতে আসে। কাতারের কাজের মান অনেক বেশি। এখানে সব ধরনের কাজ রয়েছে। দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম করা যাবে। এই জন্য অনেক ধরনের কাজের ভিসা আছে। ক্লিনার ভিসা, ড্রাইভিং ভিসা, হোটেল ও রেস্টুরেন্ট ভিসায় কাতার যেতে প্রায় ৭ লাখ টাকা লাগে। কোম্পানির ভিসার মাধ্যমে আসলে ৮ লাখ টাকা খরচ হবে।
- ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ভিসা- ৬ থেকে ৭ লাখ টাকা।
- ফ্যাক্টরি ভিসা- ৬ লাখ টাকা।
- গার্মেন্টস বা পোশাক শিল্পের ভিসা- ৬ লাখ।
- ফুড সার্ভিস বা স্টোর ভিসা- ৫ থেকে ৬ লাখ।
- দ্রাভিং ভিসা ৫ থেকে ৬ লাখ।
এই ধরনের আরও অনেক ভিসা আছে। সময়ের সাথে ভিসার দাম ও খরচ পরিবর্তন হয়। যার কারণে কাতার যাওয়ার খরচ কম বেশি হবে। এছাড়া ভিসা আবেদন ও নিয়োগের উপরেও কাতার যাওয়ার জন্য কত টাকা লাগে তা নির্ভর করে।
কম খরচে কিভাবে কাতার যাওয়া যাবে?
কম খরচে কাতার যাওয়ার প্রথম ও প্রধান উপায় সরকারি ভাবে আবেদন করা। অনেক সময় কাতারের সরকার বাংলাদেশি কর্মিদের জন্য নিয়োগ দেয়। সেখানে আবেদন করলে ৩ লাখ টাকার মধ্যেই কাতার যেতে পারবেন। তবে ভিসার নিয়োগ সব সময় পাওয়া যায় না। যার কারণে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে কাতার যেতে হয়। এছাড়া স্টুডেন্ট ভিসার মাধ্যমে নাম মাত্র খরচে কাতার আসা যাবে। কাতারের স্টুডেন্ট ভিসার দাম ২ লাখ টাকা। প্রায় ৩ লাখ টাকায় স্টুডেন্ট ভিসায় কাতার যেতে পারবেন। আর লটারি জিতার মাধ্যমেও কম খরচে কাতার আসতে পারবেন।
বিজনেসের কাজে কাতারে যেতে কত টাকা লাগে
ববসায়িকদের জন্য কাতারের বিজনেস ভিসা আছে। এই ভিসায় কাতারে যেকোনো বিজনেসের কাজে যেতে পারবেন। বিজনেসের কাজে কাতারে যেতে ৪ থেকে ৫ লাখ টাকা লাগে। ইউরৈপের দেশে এই ভিসার মূল্য আরও বেশি। বেশির ভাগ বিজনেস ভিসা বেসরকারি সংস্থা থেকে আবেদন করতে হয়। যার কারণে ভিসার দাম অনেক বেশি।
সরকারি ভাবে কাতারে যেতে কত টাকা লাগে
সরকারি ভাবে এক দম কম খরচে কাতার যাওয়া যায়। মাত্র ২ থেকে ৩ লাখ লাগবে সরকারি ভাবে কাতার আসতে। সব সময় সরকারি ভিসায় নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের ভিসার সার্কুলার দেওয়া হয়। কাজের ভিসার জন্য যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি কর্মচারিরা টুরিস্ট ভিসায় সরকারি ভাবে কাতারে যেতে পারে।
কাতারে যেতে বিমান ভাড়া কত টাকা লাগে
এই সময়ে কাতারের বিমান ভারেও বৃদ্ধি পেয়েছে। কাতার যাওয়ার জন্য বাংলাদেশে আন্তর্জাতিক বিমানের অধীনে বেশ কয়েকটি ফ্লাইট আছে। বাংলাদেশ টু কাতার সর্বনিম্ন বিমান ভাড়া ৫০ হাজার টাকা। আর বিজনেস ক্লাসের বিমান ভাড়া প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা। নুন্যতম ৭০,০০০ টাকা দিয়ে কাতারের টিকিট পাওয়া যাবে।
কাতার যেতে ভিসার জন্য লাগবে ৫ লাখ থেকে ৭ লাখ টাকা। আর সরকারি ভাবে ৩ লাখ টাকার মধ্যেই ভিসা পাবেন। কাতার আসার যাতায়াত খরচ লাগবে প্রায় ৬০ হাজার টাকা। সকল খরচ মিলিয়ে কাতারে যেতে ৮ থেকে ৯ লক্ষ টাকা লাগবে। ভিসা আবেদনের পূর্বে বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করবেন। যেখানে কম খরচে ভিসা পাবেন, তার মাধ্যমে ভিসা বানাবেন।
আরও দেখুনঃ